সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সরেজমিন দেখা গেছে, সকাল ১১টা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের পক্ষে সরাইল উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জড়ো হয় একদল শিক্ষার্থী। তখন পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে কথা বলে সরিয়ে দেন।
পরে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশ্বরোড মোড়ে লাল শালুক হোটেলের সামনে জড়ো হতে থাকে।
বেলা বারার সাথে সাথে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে মুহূর্তের মধ্যে মহাসড়কে উঠে যান এবং বিক্ষোভ মিছিল করতে থাকেন। হালকা বৃষ্টি উপেক্ষা করে তাঁরা এক দফা দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন।
এদিকে মহাসড়কের অবস্থান নেয়ার কারণে উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীরা জানায়, তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলন চলাকালে যেকোনো সহিংসতা এড়াতে মোতায়েন ছিল বিজিবি।
এসময় পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ও ডিবি সদস্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেন। দুই ঘন্টা ব্যপি চলমান বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফের বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে এসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচী সমাপ্ত করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন জানান, বিক্ষোভ মিছিলকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ এড়াতে পুলিশ তৎপর ছিল।