সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারেকে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রবিবার (০৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নেওয়া পরিবার গুলোকে এ ত্রাণ সহায়তা প্রদান করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি।
এ সময় তিনি নৌকাযোগে বেতছড়ি এলাকায় পানিবন্ধি হয়ে পড়া পরিবারগুলোর দেখতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন ও শুকনা খাবার প্রদান করেন।
এতে দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মান্নান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমজাত হোসেন, সমিরণ চাকমা উপস্থিত ছিলেন।
দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক বলেন, ‘কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় অনেক পরিবার পানিবন্ধি রয়েছে। সিমাবব্ধতার পরেও সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের সৈন্যরা নিজেদের খাবারের থেকে বাঁচিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছে।’
তিনি আরো বলেন, ‘দীঘিনালা সেনা জোন নিয়োমিত কাজের পাশাপাশি শান্তি শৃঙ্খলা ও সাধারণ মানুষদের জীবন মান উন্নয়নে কাজ করছে। প্রাকৃতিক যে কোন দুর্যোগে সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।’