গোপালগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকেই গুজবে ভাসছে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ জেলা শহর। কোটা বিরোধী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বিএনপি-জামাত এক হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে-এমন গুজব ছড়িয়ে পড়ে শহর জুড়ে। মুহুর্তের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়সহ সকল সরকারী অফিস আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শান্ত গোপালগঞ্জ অশান্ত করতেই কৌশলে এ গুজব ছড়িয়ে দেয় একটি চক্র। আর এতে সাধারন মানুষের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার হয়।
সাধারন মানুষের মাঝে এই ভীতি দুর করতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে জেলা শহরের বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের চৌরঙ্গীতে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম যেকোন পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার জন্য জেলাবাসীকে প্রস্তুত থাকার আহবান জানান।
এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারন সম্পাদক আলীমুজ্জামান বিটুসহ জেলা আওয়ামী লীগ ও এর অংগ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।