আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল বুধবার পৌরশহরে আনন্দ মিছিল ও স্বৈরশাসক শেখ হাসিনার দুঃশাসনের প্রতিবাদে সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার জুলুম-নির্যাতনের সহযোগী, আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি, উপজেলা চেয়ারম্যানসহ প্রভাবশালী নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খানের সঞ্চালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জাহিদুল ইসলাম মামুন, মুজিবুর রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি মীর মখলিছুর রহমান, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন প্রমুখ।