ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: টানা সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মধ্যেই ঈশ্বরদী শহরে পরিচ্ছন্নতা ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারের এমন সব কার্যক্রমে মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়ে তুলছেন এসব শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছেন শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় ঈশ্বরদীর প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা।
একইসঙ্গে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও ঘটে যাওয়া সহিংসতার ধ্বংসাস্তুপ এবং জঞ্জাল সরাচ্ছেন। শহরজুড়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা এই কাজগুলো করছেন।
শহর আমাদের, দায়িত্ব আমাদের, আমাদের ঈশ্বরদী, আমাদের অহংকার এমন নানা আলপনা শোভা পাচ্ছে ঈশ্বরদীর সড়কজুড়ে। ৭ আগস্ট বুধবার এভাবেই নিজেদের তুলে ধরেন শিক্ষার্থীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঈশ্বরদী সরকারি কলেজের নাফিসা, উত্তরা ইউনিভার্সিটির জান্নাত, এস এম স্কুল অ্যান্ড কলেজের মাহিনুর রহমান ঢাকা কলেজের সঞ্জয়, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিয়াম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।