মল্লিক মোঃ জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে চলমান পরিস্থিতিতে সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি, মসজিদের ইমামগণ, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম শেখ আব্দুল হান্নান, যুব সংগঠক মোঃ সোহানুর রহমান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ যার যার স্থান থেকে চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।