রাজিব প্রধান, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাএ-আন্দোলনে ক্ষতিগ্রস্থ সরকারি বিভিন্ন দপ্তর সহ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিককে দায়িত্বও পালন করছে তারা। গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা আজ সকাল থেকেই তাদের কার্যক্রম শুরু করেছে। সড়ক ও মহা সড়কের যানচলাচল যাতে স্বাভাবিক থাকে সেই দিকে বিশেষ নজর রেখেছে শিক্ষার্থীরা।মহাসড়কের পাশে থাকা ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের সতর্কতা করছেন শিক্ষার্থীরা
একই সাথে বিভিন্ন শিল্প কারখানায় যে সমস্ত শ্রমিক মেহনতী সাধারণ মানুষ রয়েছে তারা যেনো অভয়ে তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে পারে এবং কারখানাগুলোতে যেনো কোনধরনের ভাংচুর বা লুটপাট না হয় সেই দিক বিবেচনা করে তারা মাঠে কাজ করছে।
এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী । তার উদ্যোগে স্থানীয় বিএনপির অঙ্গ - সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেছেন । আন্দোলনের সময় পুড়ে যাওয়া মাওনা হাইওয়ে থানার ভিতরে এবং আশেপাশে থাকা সকল ধরনের পরিচ্ছন্নতার কাজ করছেন তারা, যাতে পুনরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এসে পুনরায় তাদের কার্যক্রম শুরু করতে পারেন।
পরিচ্ছন্নতার বিষয়ে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, বৈষম্য বিরোধী ছাএ-আন্দোলনে অনেক ছাএদের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সরকার শুন্য দেশের এই পরিস্থিতিতে আমরা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শিক্ষার্থীদের পাশাপাশি পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। ছাএ আন্দোলনে, অনেক দুষ্কৃতীকারীরা, সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালিয়ে লুটপাট করছে। এমন কর্মকান্ড থেকে সাধারণ মানুষের জানমাল নিরাপদের লক্ষ্যে আমরা নেতাকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছি।