লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অন্তত ছয়টি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় পাশের একটি মন্দিরের সিসি ক্যামেরা ভাংচুর করা হয়।
সরেজমিনে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দ্বীপেন্দ্রনাথ সাহার বাড়িতে হামলা করে। দুর্বৃত্তরা তাঁর বাড়ির প্রাচীর ভেঙে ফেলে বাড়িতে প্রবেশ করতে না পেরে তাঁর ভাই নরেশ সাহার বাড়িতে হামলা করে। তারা দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে।
ভুক্তভোগী নরেশ সাহার দাবি, দুর্বৃত্তরা তাঁর বাড়ি থেকে লক্ষাধিক নগদ টাকা, সোনার গহনা, ল্যাপটপ, ফোন, চালের বস্তা, ফ্রিজের হিমায়িত খাবার লুট করে নিয়ে যায়।
এদিকে, একই দিন রাতে দুর্বৃত্তরা উপজেলার মাধবপুর পালপাড়াতে কলেজ শিক্ষক দ্বীগেন্দ্রনাথ পাল, রনেন্দ্রনাথ পাল ও বিপুল কুমারের বাড়িতে হামলা করে। দুর্বৃত্তরা মালামাল লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা রনেন্দ্রনাথের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এছাড়া একই রাতে ভাটপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কার্তিক চন্দ্রের বাড়িতেও হামলা করে।