রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে আওয়ামীলীগ সরকার পতনের পর দোকানপাট, বাড়িঘরসহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবরে আতঙ্কে রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
আতঙ্কিত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় রাজনগর উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে গিয়ে দেখা করেন।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সাথে সাক্ষাত করেন জামায়াতের নেতারা।
এসময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সরকারী স্থাপনাসহ জানমাল রক্ষায় কাজ করতে অনুরোধ করেন। এসময় তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে বিকেলে উপজেলার সদর ইউনিয়ন, কামারচাক, টেংরা ও পাঁচগাঁও ইউনিয়নের সনাতন ধর্মের নেতাদের সাথে সাক্ষাত করেন জামায়াত নেতারা।
এসময় হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় রক্ষার পাশাপাশি তাদের উপর কোনো হামলা ও লুটপাট জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হবে না মর্মে জানানো হয়। তারা যাতে নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে পারেন এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। সনাতন ধর্মীয় নেতারা এসময় দেশের এই কঠিন মুহুর্তে তাদের পাশে থাকার আশ্বাসে সন্তোস প্রকাশ করেন। তারা জামায়াতের এমন উদ্যোগের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, সেক্রেটারী মিছবাহুল হাসান, সাবেক সেক্রেটারী আইয়ুব আলী, আইসিটি সম্পাদক শেখ মো. শাহাবুদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন বাবলু, সেক্রেটারী আব্দুর রউফ লিটনসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।