শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা টিকতে না পেরে পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। আইন শৃঙ্খলার উন্নতির জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(১০ আগস্ট) সকালে হলরুম সোমেশ্বরীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজে নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নকল্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্ত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আব্বাস।
অন্যান্যের মধ্যে রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল মো: নূরুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের আমির মো: আজহারুল ইসলাম মিস্টার, সেক্রেটারি মো: রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী উপজেলার সহ সভাপতি মাওলানা মো: আবু জাফর, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রাশেদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মো: ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খোকন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: তাহেরুল ইসলাম, অর্থ সম্পাদক আমির হামযা মিস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড. মো: রেজুয়ান উল্লাহ, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মো: ইখলাছুর রহমান লিটন, শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান কালু, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো: নুর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ সম্ভু সাহা, শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা সমন্বয়ক শওকত হাসান শিহাব প্রমূখ।
এসময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ , ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।