হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বামনহাট গ্রামে হিন্দু সংখ্যা লঘু দিবাকর সিংহ ওরফে ভুট্ট‘র বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার (৫ আগষ্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ভুট্ট রোববার (১১ আগষ্ট) সকালে জানান, হামলাকারীরা বেআইনীভাবে তার বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গহনা, একটি ডিসকাভার (১০০ সিসি) মোটরসাইকেল এবং গোয়াল থেকে ৫ টি গরু লুট করে নিয়ে যায়। এছাড়া এ গ্রামের বিদুষ বিশ্বাসকে বেধড়ক মারপিট করে। ভয়ে বিদুষ এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম হতাশা ও অজানা আতংক বিরাজ করছে। দেশের এহেন পরিস্থিতিতে গ্রামটির একাধিক হিন্দু পরিবার দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছে।
হামলার শিকার দিবাকর সিংহ ভুট্ট বলেন, রাত আনুমানিক ৮ টার দিকে হঠাৎ করে তার বাড়িতে হামলাকারীরা ঢুকে পড়ে। পরিস্থিতি বেকায়দা দেখে তার স্ত্রী কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তার বৃদ্ধ মাকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করে নিয়ে যায়। ঘর থেকে নগদ অর্থ, গোয়াল থেকে ৫ টি গরু ও একটি ডিসকাভার মোটরসাইকেল নিয়ে যায় হামলাকারীরা। তিনি জানান, পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
ভুট্ট‘র স্ত্রী মৃদুলা সিংহ বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই ঘরে প্রবেশ ঘরে লুটপাট শুরু করে হামলাকারীরা। ঘর থেকে মোটরসাইকেল বের করে নিয়ে যায়। গোয়াল থেকে গরু গুলো নিয়ে যায়। ভুট্ট‘র বৃদ্ধা মাতা বলেন, দস্যুরা মালামাল নেয়ার সময় খুব খারাপ ব্যবহার করেছে। ভুট্ট‘র কলেজ পড়ুয়া মেয়ে বন্যা সিংহ বলেন, ভয়ে বাড়ি থাকা যাচ্ছে না। লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। পরিস্থিতি যা তাতে এ দেশে বসবাস করার কোন উপায় নেই। লুণ্ঠিত মালামাল ফেরত পেতে এবং শান্তিপূর্ণ বসবাসের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।