মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের শান্তি-শৃৃংখলা, সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু, সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ উপজেলা আমির মাওলানা মোঃ সিরাজুল হক, সম্পাদক মাওলানা মোঃ শাহজাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোঃ ওয়াদুদ গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের সমন্বয়ক মোঃ মাহাবুব ব্যাপারী, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মাহাবুবুর রহমান টিটু, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
সভায় উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বণিক সমিতি নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু-বৌদ্ধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, মির্জাগঞ্জে সার্বিক আইন-শৃংখলা ভালো রয়েছে। বাংলাদেশের মধ্যে মির্জাগঞ্জ একটি ব্যতিক্রম ও আদর্শ উপজেলায় পরিণত করতে চাই আপনাদের সহযোগীতায়। তবে চিহ্নত আসামী, অস্ত্র ও পলাতক আসামীর সন্ধান পেলে তথ্য দিবেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।