ঢাকা
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৫
logo
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৪
আপডেট: আগস্ট ১৩, ২০২৪
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল্লাহ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবদুল্লাহ (৪৫) নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের নজরুল ইসলাম ওরফে ইউসুফ ফকিরের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজনরা জানায়, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে আবদুল্লাহকে হত্যা করে। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। সোমবার (১২ আগস্ট) রাত পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, তারা গুলির খবর শুনেছেন। তবে নিশ্চিত নন। তারা বিএসএফের সাথে যোগাযোগ করেছেন, তারা জানাবে বললেও এখনো জানানো হয়নি।

তিনি বলেন, নিহতের বিষয়ে বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা এখনও কোনো তথ্য পাইনি, তবে যোগযোগ করছি। তথ্য পেলে জানানো হবে। পরে তিনি বলেন, আমাদের নিখোঁজের খবর দিয়েছে, সেই খবর পেয়েছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram