রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সীমাহীন দুর্নীতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, ফ্যাসিবাদের লেজুড়বৃত্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধীতাকারী বিদ্যালয়ের অর্থ লুটকারী খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজনের পদত্যাগ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেন খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা।
বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে ছাত্র-ছাত্রীরা ১ দফা দাবিতে এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ছাত্র-ছাত্রী বলেন, খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি সীমাহীন দুর্নীতি, অনিয়ম করে যাচ্ছেন। এসবের অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঠিক মত তিনি স্কুলে উপস্থিত থাকতেন না। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকের সাথে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালিগালাজ করেন তিনি। তাছাড়া প্রধান শিক্ষক অনুপম মহাজনের সরকারি বিভিন্ন, উন্নয়নমূলক বরাদ্দের টাকা কাজ না করে তিনি আত্মসাৎ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও জানান, অনুপম মহাজনের বিরুদ্ধে এসব অভিযোগ অনেক পুরোনো। তাঁর হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি স্বেচ্ছাচারিতা, অনিয়মের পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি করছেন। এসব বন্ধে আমরা শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবি জানাই।
এই বিষয়ে প্রধান শিক্ষক অনুপম মহাজন বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।