কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সব ধর্মীয় সংগঠন এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও জনমনে স্বস্থি ফিরিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, হেফাজতে ইসলামের নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শেফাঊল হক, কাপাসিয়া থানার ওসি মোঃ আবু বকর মিয়া প্রমুখ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।