চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও বিহরাগত প্রবেশ নিষেধসহ আট দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এসব দাবিতে আজ বুধবার (১৪ আগষ্ট) সকালে কলেজ ক্যাম্পাসে মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ বরাবর আট দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- কলেজ থেকে ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কলেজ ক্যাম্পাসে সকল প্রকার মাদকদ্রব্য ও কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়াও সাধারণ ছাত্রদের জন্য ছাত্র সংসদ গঠন করতে হবে। কলেজ হোস্টেলের সিট বরাদ্দের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ও বিশেষ করে সাধারণ দরিদ্র শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান এবং কলেজ হোস্টেলে যে শিক্ষক রাজনীতির সাথে জড়িত তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- শিক্ষার্থীদের এসব দাবির প্রেক্ষিতে শিক্ষকদের মধ্য থেকে তিন অথবা চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কোনো অনৈতিক কাজে লিপ্ত হলে যতদ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও যত দ্রুত সম্ভব কলেজের একাডেমিক কার্যক্রম চালু এবং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, রাজনীতিমুক্ত সুশৃংখল একটি শিক্ষাঙ্গন গড়ে তোলার জন্যই এমন দাবি তুলে ধরা হয়েছে। আশা করা যায়, শ্রীঘ্রই এসব দাবি বাস্তবায়ন করা হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে থাকা বহিরাগত অনুপ্রবেশকারীদের বের করে দেয়। পরে তারা কলেজ গেইটে ছাত্র রাজনীতি ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণা দিয়ে ব্যানার লাগায়।