এস এম আকাশ, ব্যুরো প্রধান, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চায়নিজ রাইফেল, বিডি রাইফেল শট গান, পিস্তল ও গ্যাস গান রয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাটের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৭।
একই সঙ্গে সচেতন নাগরিকদেরকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়। এতে সাধারণ নাগরিকরা সাড়া দেন এবং অন্যান্য উৎস থেকে গতকাল পর্যন্ত এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (হেড কোয়ার্টার) কাছে হস্তান্তর করা হয়েছে।