ঢাকা
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২০
logo
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৪
আপডেট: আগস্ট ১৪, ২০২৪
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৪

শেখ হাসিনার বিচারের দাবিতে পুঠিয়া বিএনপির সমাবেশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে সমাবেশ করেছে পুঠিয়া উপজেলা বিএনপি। বুধবার (১৪ আগষ্ট) বিকালে পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০০৮ ও ২০১৮ তে রাজশাহী-৫ এ বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু, সাবেক সহসভাপতি রাকিব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সেক্রেটারি হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলালউদ্দিন আলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, জেলা কৃষকদলের আহবায়ক ওয়াসিম আলী, পৌর যুবদলের আহবায়ক রিপন রেজা, সাধারণ সম্পাদক রানা মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার জুয়েল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আব্দুল জব্বার চান্দু ও যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন প্রমুখ।

সমাবেশের প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর পুঠিয়া বিএনপি মিছিল সমাবেশ করতে পারেনি। কোনো কিছু না ঘটতেই পুলিশ গায়েবি মামলা দিত। নেতাকর্মীরা মামলায় জর্জরিত। শুধু আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। এখন আমরা স্বাধীন। খুন গুম ও মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তিনি।

এদিকে সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান উপজেলা বিএনপির আহবায়ক আবুবকর সিদ্দিক। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram