ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনী দোসরদের বিচারের দাবিতে ঘাটাইলে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।
বিএনপির সাবেক এমপি লুৎফর রহমান আজাদের নেতৃত্বে নেতাকর্মীরা ঘাটাইল কলেজ মোড়ে মঞ্চ নির্মাণ করে। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের নেতৃত্বাধীন মঞ্চ পুরাতন বাসস্ট্যান্ডের সোনালী ব্যাংকের সামনে নির্মাণ করা হয়। সকালে উভয়পক্ষের নেতাকর্মীরা মঞ্চের সামনে জড়ো হয়। এ সময় দিগলকান্দি ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে কলেজ মোড় অতিক্রম করার সময় আজাদ গ্রুপের পৌর বিএনপি'র সভাপতি ফারুক হোসেন ধলা তাদেরকে মারধর করে। এ সময় তারা দিগলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারকেও মারধোর করে। বেলা দুইটায় নাসির গ্রুপের মিটিং শেষ করে যাওয়ার সময় আজাদ গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে এবং নাসির গ্রুপের মঞ্চ, চেয়ার, ফ্যান ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা সবাই পালিয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাবেক এমপি লুৎফর রহমান খান আজাদ, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল হক, যুবদলের আহ্বায়ক আফজাল হোসেন সহ অনেকে।
অপরদিকে নাসির গ্রুপে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি সিরাজুল হক ছানা, অ্যাডভোকেট নাসির উদ্দিন, রফিকুল ইসলাম প্রমূখ।