সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি ও দৈনিক খোলাকাগজের সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৫ জনসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে সংবাদ সংগ্রহ করে যাওয়ার পথে শান্তিগঞ্জ পয়েন্টের সুলতানপুর রোডে দুর্বৃত্ত দ্বারা পরিকল্পিত সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হন কর্তব্যরত সাংবাদিক শহীদ নূর আহমেদ। এসময় দেশীয় অস্ত্র দিয়ে হামলা হওয়ায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হামলার ভিডিও ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ভুক্তভোগী সাংবাদিক ১৩ আগষ্ট রাতে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সাংবাদিক শহীদ নূর জানান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও তার ব্যক্তিগত রাজনৈতিক সচিব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও তার ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেনের ঠিকাদারি বাণিজ্য, ফসলরক্ষা বাঁধের দুর্নীতিসহ বিভিন্ন প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে হাসনাত-নূর হোসেন বাহিনী তাঁর উপর এই হামলা চালায়। এই ঘটনায় আমি শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছি। এই সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন বলেন, সাংবাদিক শহীদ নূর আহমেদের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। থানার কার্যক্রম পুরোপুরি শুরু হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।