নজরুল ইসলাম নাহিদ, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলতে গিয়ে হাসান মাহমুদ(১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের শিকদারপাড়া দারুল উলুম নুরানী হারামাইন মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার ওসমান আলীর ছেলে এবং দুইপাড়া কোরআনের হাফেজ ছিল।
নিহতের পরিবার ও তার সহপাঠিদের সাথে কথা বলে জানা যায়,সকাল সাড়ে ১০টার দিকে সহপাঠিদের সঙ্গে হাসান মাহমুদ ফুটবল খেলতে মাদরাসার মাঠে যায়। খেলার এক পর্যায়ে বল মাদরাসার টিনের ঘরের চালে আটকে গেলে হাসান মাহমুদ তা আনতে যায়। এ সময় সে বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ওসমান আলী ও মা সেতু আক্তার তাদের একমাত্র সন্তানকে হারিয়ে বার বার অজ্ঞান হয়ে পড়ছেন। এ ঘটনায় মাদরার শিক্ষক,শিক্ষার্থী এবং এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।