আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে পূর্বশত্রুতার জের ধরে ১৯.৩৫ একর জমির ধান কীটনাশক প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে নয়াপাড়া এলাকার প্রভাবশালী সোলায়মান হোসেন সবুজ এর বিরুদ্ধে । এ বিষয়ে রাখাইন আদিবাসী কৃষক মংখেনলা তালুকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনায় রাখাইনদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
কৃষক মংখেনলা তালুকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে আমাদের সম্পত্তি দখল করার জন্য, ভুয়া মালিক সাজিয়ে জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে নয়াপাড়া এলাকার, প্রভাবশালী লতিফ খার পুত্র ভূমিদস্য সোলাইমান হোসেন সবুজ সহ তার সাঙ্গোপাঙ্গরা।এ বিষয়ে আইনি আশ্রয় নিলে তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন মহল কে ম্যানেজ করে বারবার জমি দখলের চেষ্টা চালায়। গত ১২ আগষ্ট রাষ্ট্রীয় অস্থিরতার সুযোগ নিয়ে সবুজ, আফসার মিয়ার ছেলে মাসুম ড্রাইভার সহ ৪/৫ জন আমাকে সর্বস্বান্ত করতে ১৯.৩৫ একর ৯ মন বীজ ধানের ক্ষেতে রাতের অন্ধকারে ঘাসপচা কীটনাশক ছিটিয়েছে। যার কারনে আমার বীজ ধান গুলো মরে যাচ্ছে।
এ বিষয়ে সবুজকে জিজ্ঞেস করলে সবুজ আমাদেরকে বাংলাদেশের না রাখার হুমকি দেয়। তারা বিভিন্ন নেতার প্রভাব খাটিয়ে রাখাইন আদিবাসীদের জমি দখলের পায়তারা চালাচ্ছে। এখনো আবার অদৃশ্য ক্ষমতার জোরে তারা আমাদের মত সংখ্যালঘু রাখাইনদের ক্ষতি সাধন করছে।
এ বিষয়ে অভিযুক্ত সবুজের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী কৃষক থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন,তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।