মো. মাসুদ পারভেজ, বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় প্রধান সড়কের আর্বজনা ও ডৌয়াতলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলা রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এতে প্রশংসায় ভাসছেন তারা।
শনিবার (১৭ আগষ্ট) সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত চলে ময়লা আবর্জনা পরিচ্ছন্নতার কাজ।
জানা যায়, ডৌয়াতলা বাজার ও রাস্তাঘাটে ময়লা আবর্জনায় ভরপুর ছিল। বাজার কমিটি ও ব্যবসায়ীরা ময়লা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এসব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নামেন।
এ সময় শিক্ষার্থীরা ব্যাবসায়ীদের উদ্দেশ্য বলেন, দেশ আপনার আমার সবার। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সবার। সব দোকানিকে ময়লা আবর্জনা রাস্তায় রাস্তায় না ফেলে নিজ দোকানের সামনে ময়লা নিদিষ্ট ঝুড়ির মধ্যে রাখার অনুরোধ করেন শিক্ষার্থীরা। তারা আরো বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে।