গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগ ও শাস্তির দাবীতে কাপনের কাপড় পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭আগষ্ট) বিকেলে গৌরীপুর সর্বস্তরের জনগণের ব্যানারে স্বৈরাচার, দালাল, লুটতরাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসবাদ মুক্ত গৌরীপুর পৌরসভা গড়তে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে গৌরীপুর পৌর যুবদলের সাবেক আহবায়ক রমজান হোসেন খান জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলাবিএনপি’র সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গোলাম কাজিয়েত হাজাল মুন্সি, পৌর শ্রমিক দলের আহবায়ক অলি মুন্সী, যুবদল কর্মী বাহালুল মুন্সী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গৌরীপুর পৌরসভার মানুষকে জিম্মি করে কালো টাকার পাহাড় বানিয়েছে। তাঁর হুকুমে গৌরীপুরের রাজপথ রক্তাক্ত হয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক নারী বিধবা হয়েছে। আমরা আর
রক্তাক্ত রাজপথ দেখতে চাই না। আমরা এই দুর্নীতিবাজ, ভূমিদস্যুর পতন, বিচার ও শাস্তি দাবী করছি।