মোবারক হোসেন, সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে সাদ্দাম হোসেন (২৮) হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নীলটেক বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নিহতের পরিবার, স্বজন ও এলাকার দুই শতাধিক বাসিন্দা।
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত ১২ আগষ্ট দিবাগত রাতে সিঙ্গাইর উপজেলার নিলটেক গ্রামের আইয়ুব আলীর ছেলে সিএনজি চালক সাদ্দাম হোসেনকে কুপিয়ে হত্যা করে একই উপজেলার নীলটেক গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেন (৩৪) ও তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় পরের দিন ১৩ আগষ্ট মিরাজ হোসেনকে প্রধান আসামী করে থানায় মামলা করেন নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী মুন্নী বেগম।
মামলার অন্য আসামীরা হলো- চর কানাইনগর গ্রামের জাফর (২০), রমজান আলীর ছেলে সোহেল (২২), মোঃ চপল (৪৫), আঃ খালেক (৩০), বিল্লাল হোসেন (২৭),নীলটেক গ্রামের আক্কাস প্রমানিকের ছেলে আসাদ প্রামানিক (২১), নয়ন সিকদারের ছেলে সাঈদ শিকদার (৫০), মৃত আহেজুদ্দিন প্রামানিকের ছেলে আক্কাস প্রামানিক (৫২), মৃত ফটিকের ছেলে আওলাদ হোসেন (৬০), মৃত ছলে বেপারীর ছেলে জামাল বেপারী (৩২), কাদের বেপারীর ছেলে সাদ্দাম বেপারী (৩৫) ও নয়াডাঙ্গী গ্রামের আকরাম গোমস্তার ছেলে হৃদয় গোমস্তা (২৫)।
মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান, নিহতের পিতা আয়ুব আলী, স্ত্রী মুন্নি বেগম, মা সুন্দরী আকতার, শ্বশুর আব্দুস সালাম, মামা ইউসুফ আলী, মেরেজ আলী ও স্থানীয় বাসিন্দা ওবাইদুর রহমান প্রমূখ।
বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এসময় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।