বাগেরহাট প্রতিনিধি: ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবীতে বাগেরহাটের ফকিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। সকালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানার নেতৃত্বে ফকিরহাট বিশ্বরোড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, শহিদুর ইসলাম, যুবদল নেতা মুশপিকুজ্জামান রিপন, দেলোয়ার হোসেন, মোল্লা রাজু আহম্মেদ, ছাত্রদল নেতা রবি ফকির, শেখ সাব্বিতুল ইসলাম সাত্তার, সেচ্ছাসেবক দলের কাজী মঈন উদ্দীন মেরু প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে এই দেশকে একটি ‘মৃত্যুপুরী’ বানিয়েছিল শেখ হাসিনা। পিলখানায় হত্যাযজ্ঞ, বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম-খুন করেছে নির্বচারে। সেই সাথে শেখ হাসিনার নেতৃত্বে দূর্নীতির মাধ্যমে এই দেশ থেকে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। সর্বশেষ সে ক্ষমতায় টিকে থাকতে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে। এজন্য শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির দাবী জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।