কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার বড় বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করেছে আয়েশা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ।
সোমবার সকাল ১১ টার দিকে বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটি খুড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পরে সে বাজারে মাছ ও তরকারি টোকানোর কাজ করতো।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহত গৃহবধুর শরীরে পঁচন ধরেছে। দুই-তিন দিন আগে তাকে মেরে মাটি চাপা দেয়া হয়েছে বলে ধারণা করছেন। তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া জানান, গত শনিবার রাতে আয়েশাকে একই এলাকার ইউনুস মিয়া বাজার থেকে ডেকে নেয়। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা ইউনুসের বাড়িতে গেলে মাটির গর্ত দেখে সন্দেহ হয়। বিষয়টি তাকে সহ পুলিশকে জানালে ইউনুস টের পেয়ে পালিয়ে যায়। পড়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা এসে মাটি খুঁড়ে আয়েশার মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা ইউনুসের কাছে আয়েশা কিছু টাকা পেতো। এ টাকা চাওয়ায় তাকে হত্যা করা হতে পারে।