

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনা করার কারণে রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। এসব কারনে সুনামগঞ্জের তাহিরপুরের চিকসা গ্রামে বিয়ে, জন্মদিন বা অন্যান্য কোনো অনুষ্ঠানে গানবাজনা করতে পারবে তবে উচ্চশব্দে (সাউন্ড বক্স বাজানো) গান বাজনা নিষিদ্ধ করেছে।
গত শনিবার (১৭ আগষ্ট) রাতে উপজেলার সদর ইউনিয়ন ঐ গ্রামে যুবক, গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গ্রামের মানুষজন মাতব্বদের নিয়ে এই নিয়ম চালু করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
তিনি জানান, উচ্চ শব্দে গান বাজনা বাজানো নিষেধ তবে একেবারেই নিষিদ্ধ না। শব্দ কম করে বাজাতে বাধা নেই। এই বিষয় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ তুলেনি বা কোনো ধরনের অমত প্রকাশ করেনি। এছাড়াও ঐ দিনের পর থেকে গ্রামের সনাতন ধর্মাবলম্বীরাও কোনো কথা বলেননি। সবার ভালর জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমি মনে করি।
গ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষজন বলেছেন, উচ্চ শব্দে গানবাজনা করায় বিশেষ করে বৃদ্ধ, শিশু ও রোগীরা কষ্ট পাওয়ার কারনে গ্রামের সবাই একত্রিত হয়ে উচ্চশব্দে গান বাজনা বাজানো নিষিদ্ধ করলেও আমাদেরকে কিছু বলেনি, আমরা বিষয়টি শুনেছি। এতে আমাদের কোনো সমস্যা নেই।
গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল হক জানান, গ্রামটিতে ৮৫ভাগ মুসলিম আর সদর ইউনিয়নের যত গ্রাম রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড়। গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। উচ্চ শব্দে গান বাজনা করা আইনগত ভাবেও বাধ্যবাধকতা আছে আর চিকসা গ্রামের মাতব্বররাসহ সবাই মিলে উচ্চ শব্দে গানবাজনা নিষিদ্ধ করেছেন। তবে একেবারেই নিষিদ্ধ না কম শব্দে গান বাজনা করতে পারে যাতে কারো সমস্যা না হয়। এই উদ্যোগটি সুন্দর সবার জন্যেই। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

