মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: ভাইরাসজনিত রোগ 'মাঙ্কিপক্স' এর ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মধ্যে দেশের বিমানবন্দর গুলোতে যে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, বন্দরের জন্য সে ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশংকায় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে এই বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 'পোর্ট হেলথ' কে চিঠি দেওয়া হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের। একই সাথে বন্দরে জরুরি আইসোলিউসিনের ব্যাবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
এদিকে ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিক্যাল টিমও এই রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মেডিক্যাল টিমের প্রধান পোর্ট হেলথের উপ পরিচালক ডাঃ শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ ছড়িয়ে যেতে না পারে সেজন্য তারা যাবতীয় কাজ করছেন। তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯টি স্থল বন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।