ঢাকা
১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৯
logo
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৪
আপডেট: আগস্ট ২০, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৪

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে নড়াইলে মানবন্ধন

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেয়ার দাবি জানিয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল আদালত সড়কে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য এবং পরিবারবর্গ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি জানান।

এ সময় বক্তব্য দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য তৌহিদুল ইসলাম, নাজমুল হোসেন, জিয়াউর রহমান, তৌহিদুল আলম ও চাকরিচ্যুত এক বিডিআর সদস্যের স্ত্রী জান্নাতি ফেরদৌস ইলিয়াছ। এ সময় চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার হয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জন নিহত হয়। তারা এ সকল হত্যার সঠিক বিচার দাবি করেন। সেই সাথে ওই সময় চাকরিচ্যুত বিডিয়ার সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দেবার দাবি জানান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram