শহীদুল ইসলাম, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশন (সিএন্ডএফ এজেন্ট) এর কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বুড়িমারী স্থলবন্দর হল রুমে লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক মো: হুমায়ুন কবির সওদাগর এর সভাপতিত্বে দিনব্যাপী সম্মেলনে মো: ফারুক হোসেনকে সভাপতি ও বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদকে সাধারণ সম্পাদক করে বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এন এস আর ট্রেডিং এর প্রোপাইটার আলহাজ্ব আমির হামজা, রিয়াদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মো: রেজওয়ান হোসেন, এফ বি সিসি আই এর সদস্য সাবেক চেয়ারম্যান নেওয়াজ নিশাদ প্রমুখ।
সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের দাবী, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশনের কমিটি গঠনে ২০০২ সালে নির্বাচনের পর আর কোনো নির্বাচন হয়নি। বিভিন্ন সময় দুই এক জন ব্যবসায়ী নিজে নিজে কমিটি গঠন সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। যা নিয়ে সাধারণ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষোভ দেখা দেয়। ফলে আজ বুধবার মো: ফারুক হোসেনকে সভাপতি ও নাহিদকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়ছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশন সিএন্ডএফ এজেন্ট'র নব নির্বাচিত সভাপতি মো ফারুক হোসেন বলেন, সংগঠনের সদস্যদের মতামত নিয়ে সম্মেলনের মাধ্যমে লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক মো: হুমায়ুন কবির সওদাগর এর নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।