ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও বাজার এখন পানিতে সয়লাব। বাজারের প্রধান সড়ক ডিসি রোড সহ অন্যান্য অলিগলিতে হাঁটু পরিমাণ পানি। বাজারের অভ্যন্তরে কোন যান চলাচল করছে না। লোকজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। অনেক দোকান মালিক পানি না ঢুকার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে।
স্থানীয় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক, সদস্য নুরুল আবছার, বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ সহ অনেকে জানান, ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈদগাঁও বাজারের প্রধান সড়কটি এখন সামান্য পানিতে সয়লাব হয়ে ওঠে। সড়কের পার্শ্ববর্তী দোকান পাট উঁচু করে ফেলায় প্রধান সড়কটিতে সহজে পানি ঢুকে পড়ে। গত রাতের ভারি বর্ষণ এবং ঈদগাঁও খালের উজান থেকে নেমে আসা বন্যার পানিতে পুরো ঈদগাঁও বাজার এখন পানিতে থৈ থৈ করছে।
বাজারের পার্শ্ববর্তী ঈদগাঁও জাগির পাড়া সড়ক এবং বঙ্কিম বাজার সংলগ্ন আলমাছিয়া মাদ্রাসা সড়কেও রিক্সা ও অন্যান্য যানবাহন চলা বন্ধ রয়েছে। স্থানীয় লোকজনকে দূরবর্তী বিকল্প সড়ক ব্যবহার করে বাজারে আসতে হচ্ছে। এ সড়ক দুটিতে হাটু পরিমাণ পানি রয়েছে। বাজারের ভিতরে অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। সরকারি- বেসরকারি অফিস-আদালতেও কাজকর্ম চলছে না। বাজারবাসীর দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের কোন দেখা মিলছে না।