ঢাকা
১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৬
logo
প্রকাশিত : আগস্ট ২৩, ২০২৪
আপডেট: আগস্ট ২৩, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৩, ২০২৪

শৈলকুপায় বিদ্যালয়ের তালা ভেঙ্গে ১৭টি ল্যাপটপ চুরি

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার হেতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের রুমের তালা ভেঙ্গে ১৭টি ল্যাপটপ চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার জানান, বিদ্যালয়ে এলাকার ছেলে-মেয়েদের সকালে ও বিকালে কম্পিউটারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। শুক্রবার সকাল নয়টার দিকে শিক্ষার্থীরা প্রশিক্ষন নিতে বিদ্যালয়ে আসলে বিদ্যালয়ের দপ্তরী রুমে তালা খুলতে গিয়ে দেখে যে রুমের তালা ভেঙে ল্যাপটপ গুলো চুরি করে নিয়ে গেছে চোরেরা বলে আমাকে মোবাইল ফোনে জানায়। সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে স্কুলে যেয়ে দেখি ১৭টি ল্যাপটপ চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। তখন বিদ্যালয়ে থাকা নাইটগার্ড লিয়াকত আলী কে জিজ্ঞাসা করি আপনি কোথায় ছিলেন। তিনি স্কুলে ছিলেন বলে জানান। এ ঘটনায় শৈলকুপা থানায় একটা জিডি করা হয়েছে।

এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থানা বিএনপির সভাপতি আবুল হোসেন জানান, বিদ্যালয়ে নাইট গার্ড থাকা সত্ত্বেও তালা ভেঙ্গে ল্যাপটপ চুরি হওয়াটা নজিরবিহীন ঘটনা। তবে এই চুরির সাথে যারা জড়িত আছে খুঁজে বের করে তাদের আইনের আওতাই আনার দাবি জানায়।

বিদ্যালয়ের বর্তমান সভাপতি শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম জানান, বিদ্যালয়ের ল্যাব চুরির ঘটনায় প্রশাসনকে আমি অবগত করেছি সেই সাথে প্রধান শিক্ষককে থানায় মামলা করার নির্দেশ দিয়েছি।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, ল্যাপটপ চুরির ঘটনায় থানায় একটা জিডি হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram