গাজীপুর প্রতিনিধি: বিএনপি নেতার কবল থেকে জান-মাল রক্ষার দাবি জানিয়েছেন গাজীপুরের একজন নারী উদ্যোক্তা।
শনিবার সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘হামলা ও ভাংচুরের সংবাদ পত্রিকায় প্রকাশের পর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন আরো বেপরোয়া হয়ে উঠছেন এবং আমাদের হাত-পা ভেঙ্গে দিয়ে টঙ্গী থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এ হুমকির ফলে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায়। বর্তমানে বাড়ি-ঘর ছেড়ে বহু কষ্টে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি।’
ভুক্তভোগী রাশিদা জানান, তিনি একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি টঙ্গী সেনাকল্যাণ ভবনে অবস্থিত এভা গ্রুপের গার্মেন্ট কারখানার সাথে দীর্ঘ প্রায় ২০ বছর যাবত তার এক্ধসঢ়;্রসরিজ ও ওয়েস্টেজের ব্যবসা। এ পর্যন্ত কেউ তার ব্যবসায় কোন ধরণের হস্তক্ষেপ করেনি। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই রাশিদার ব্যবসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারখানায় সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে তাকে ব্যবসা না দেওয়ার জন্য কারখানার কর্মকর্তাদের হুমকি ধামকি দিচ্ছেন। কারখানা কর্তৃপক্ষ এতে কর্ণপাত না করায় গত ১৫ আগস্ট রাশিদার টঙ্গী আরিচপুর গার্লস স্কুল রোডের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে বিএনপি নেতা সুমনের সন্ত্রাসী বাহিনী।
রাশেদা প্রশ্ন রেখে বলেন, ‘একজন নারী হয়ে ব্যবসা করা কি আমার অপরাধ। অন্য দশ জনের মত হালালভাবে ব্যবসা করে আমার বেঁচে থাকার কি কোন অধিকার নেই?’
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ড. ইউনুস এদেশে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি করেছেন। আমি তাঁর কাছে ন্যায় বিচার প্রার্থনা করি। বিএনপি নেতা সুমন সরকারের কবল থেকে আমাদের রক্ষার আকুতি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রাশিদার স্বামী মো. ওমর ফারুক, ছেলে আবির হোসেনসহ পরিবারের সদস্যরা।