যশোর প্রতিনিধি: যশোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকালে যশোর রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বলেছেন, শনিবার সকাল ৮টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মের উপর থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জিআরপি পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। তারা ওই অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় প্লাটফর্মের ওপর পড়ে থাকতে দেখেন। পরে একটি ইজিবাইকে করে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে ।জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ জিযআরপি পুলিশ হাসপাতালে এনেছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।