চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে চাপাঁইনবাবগঞ্জে সুশাসনের জন্য নাগরিক(সুজন) মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুশাসনের জন্য নাগরিক(সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্দোগে এই মানববন্ধন কর্মসুচী জেলা সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানকে সামনে রেখে সুজন এর ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, এ্যাড. ইসাহাক আলী, সাংবাদিক সামশুল ইসলাম টুকু প্রমুখ।