দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় টানা বৃষ্ঠি ও ভারতের মিজোরাম প্রদেশ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে কয়েকহাজার মানুষ। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।
শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় শুকনা খাবার বিতরণ করে সেনাবাহিনী। এসময় বেতছড়ি সাব- ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার রাশেদ আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি এর নির্দ্দেশনায় বন্যার্তদের শুকনা খাবার ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে।’
এছাড়াও সংকট কালে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এর দিক নির্দ্দেশনায় গেল বৃহস্পতিবার থেকে উদ্বার কাজে নামে দীঘিনালা সেনা জোন। পরে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনা ও গরম খাবার বিতরণ, অসুস্থ ও অস্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র খুলে বিনামূল্য ঔষধ বিতরণ করে সেনাবাহিনী।
দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।
প্রসঙ্গত, গেল কয়েক দিনের অতিবৃষ্টির কারণে মাইনী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় মেরুং কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এসব এলাকায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন।