খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানেরদাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঝালকাঠির নলছিটি বাস স্ট্যান্ড( শহীদ সেলিম চত্ত্বরে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন বিভিন্ন পেশার মানুষ ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন এ দেশের মানুষ শান্তি চায় কোন ধরনের হানাহানি চায়না তাই সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে বক্তব্য রাখেন সুজনের নলছিটি উপজেলা কমিটি সভাপতি মো: খলিলুর রহমান মৃধা তিনি বলেন রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের জন্য বর্তমান অন্তরবর্তী সরকারের প্রতি আহবান জানাচ্ছি।