হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজা, একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আপেল নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। সেই আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দইখাওয়া বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন মাদক কারবারিরা।
এর আগে গত বুধবার (২১ আগস্ট) সন্ধায় উপজেলার গোতামারী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় আপালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।
আটককৃত, আপেল(২৫) উপজেলার গোতামারী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার আজিজার রহমানের ছেলে। আপেল ও তার পুরো পরিবার মাদক কারবারি সাথে জড়িত । তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মাদক মামলা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আপেলের বাবা আজিজার, মা মমতাজ ও আপেলের স্ত্রী মোনালিসা।
মানববন্ধনে আপেলের বাবা আজিজার রহমান বলেন, আমার ছেলে মাদকের ব্যবসা করে না। ভারতীয় গরুর ব্যবসা করে। ভারত থেকে গরু আনে। আমার ছেলে নির্দোশ। পুলিশ তাকে মিথ্যা মামলায় ফাঁসিছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।
এ বিষয় হাতীবান্ধা থানার তদন্ত অফিসার নির্মল কুমার মোহন্ত বলেন, অভিযান চালিয়ে ১০কেজি গাঁজা, একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আপেল নামের এক মাদক কারবারিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তার পুরো পরিবার মাদক ও চোরা কারবারির সাথে জড়িত। আপেন নামে থানায় ৫টি মামলা রয়েছে। আর তার বাবা আজিজারের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার তদন্ত অফিসার নির্মল কুমার মোহন্তের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উত্তর গোতামারী এলাকার আপেল (২৫) নামের এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এসময় ১০কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাড়ি তল্লাশি করলে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করা হয় সেই মামলায় বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আপেলকে জেল হাজতে পাঠায় পুলিশ।