ঢাকা
১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৫
logo
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪
আপডেট: আগস্ট ২৪, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪

নদীর পাড় কেটে বালু নিতে কাউকে দিব না,সে যত শক্তিশালী হউক: ওসি

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: নদীর তীরবর্তী বসতবাড়ি রক্ষার ও বালু খেকোদের ধরিয়ে দিতে পুলিশ বাহিনীকে
সহযোগী করুন,নদীর পাড় কেটে বালু নিতে কাউকে দিব না সে যত বড় শক্তিশালী হউক আমাকে জানাবেন আমি পদক্ষেপ নিব বলে জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাইন উদ্দিন।

তিনি শুক্রবার ও শনিবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পাড় কেটে নেয়া এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মানুষ ও ক্ষতির মুখে থাকা বসত বাড়ির পরিবার গুলোকে এই কথা গুলো বলেন।

বালু খেকোদের রক্ষা নেই জানিয়ে এসময় তিনি আরও বলেন,যারা নদীর পাড় কেটে নিচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না। আমি এখানে নতুন এসেছি অনেক কিছুই আমার অজানা আপনারা নদীর পাড়ের মানুষ নদীর পাড় কাটাসহ আমাকে সকল অনিয়মের তথ্য দিবেন।

এর পূর্বে ওসি মাইন উদ্দিন বাদাঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত সকল সদস্যকে নদীর পাড় কাটাসহ মাদক নিমূলে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য সর্তক থাকার জন্য বলেন।

এসময় তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাড়ির কর্মকর্তাগনসহ স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষজন উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram