সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় গেল কয়েকদিনের অতিবৃষ্ঠিতে প্লাবিত হয় মাইনী নদী তীরবর্তী মানুষেরা। সেই সকল মানু্ষদের ত্রাণ সহায়তা দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিবারের কবাখালী ক্লাস্টার।
শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নে পৃথক পৃথক ০৫ টি প্রাথমিক বিদ্যালয়ে আশে পাশের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
পৃথক পৃথক ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন বিপ্লব।
আয়োজক শিক্ষকেরা জানান, ‘আমাদের সীমিত সাধ্যের মধ্যে থেকে সংকট ময় সময়ে বন্যার্তদের পাশে থাকতে পেরেছে দীঘিনালার প্রাথমিক শিক্ষা পরিবারের কবাখালী ক্লাস্টার। সামনে আমাদের মানবিক কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।’
উপজেলার কবাখালী ইউনিয়নের ভিতর তারাবুনিয়া, হাচিনসন পুর, কবাখালী উত্তর ও কবাখালী, পাবলাখালী শান্তিপুর এলাকার বন্যার্ত ১৮০ টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাউল, ডাল, তেল আলু ও লবনসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রি।
এসময়, অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা, সোনামিত্র চাকমা, প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান, জ্ঞানজ্যোতি চাকমা, যতীন্দ্রলাল ধামাই, আকলিমা আক্তার, সুভাস দত্ত চাকমা, পিংকি চাকমা, সুমিতা চাকমা, সহকারী শিক্ষকদের মধ্যে সোমেশ খান শান্তিময় ত্রিপুরা, মোঃ রফিকুল ইসলাম, আবুল কালাম তালুকদার উপস্থিত ছিলেন।