মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মানিব্যাগ ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকায় ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলের পানিবন্দি পূর্ব লাইল্যাঘোনায় ৭০ জন পরিবারের সদস্যদের মাঝে রোববার (২৫ আগষ্ট) শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ সামগ্ৰীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, ভালো মানের সয়াবিন তেল ৫০০ মি.লি, আলু ২ কেজি।
এসময় (২৭ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল মোঃ আতিকুর রহমান পদাতিক, উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোঃ আজিমুল হক পিবিজিএম উপস্থিত থেকে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কার্যক্রম চলাকালীন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আতিকুর রহমান পদাতিক বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা ব্যাটালিয়ন জনসেবামূলক কাজ করছে। ভবিষ্যতে এ কাজের ধারা অব্যাহত থাকবে।