চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভিসির পদত্যাগ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ও অ্যালামনাই এ্যাসোসিয়েশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরাও।
আজ রোববার সকাল ১০টায় জেলা শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়ে ভিসি ড.এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। বন্ধ করে দেয়া হয় এক্সিম ব্যাংকের আর্থিক লেনদেন এবং অবরুদ্ধ করে রাখা হয় শিক্ষক ও কর্মচারীদের। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ ও ভিসির পদত্যাগের দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবার পর থেকে সার্বক্ষনিক ভিসি না থাকা, স্থায়ী ক্যাম্পাস না থাকা, পরিমানমত ক্লাসরুম না থাকা, যথেষ্ট ব্যবহারিক ক্লাসরুম ও ইকুপমেন্ট না থাকা, স্থায়ী শিক্ষক না থাকা, হোষ্টেল সুবিধা না থাকায় ছাত্রদের লেখাপড়া দীর্ঘদিন ধরে ব্যাহত হয়ে আসছে। বিশেষ করে বর্তমান ভিসি গত ৪ বছরে ৩ থেকে ৪ বার বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি নিয়মিত এবং সার্বক্ষনিক ক্যাম্পাসে না থাকায় শিক্ষার্থীদের অনেক দাবি-দাওয়া উপেক্ষিত থেকে গেছে।’
এদিকে, শিক্ষার্থীদের ১৮ দফা দাবি ইতিপূর্বে কর্তৃপক্ষের কাছে পেশ করলেও, কোন সদুত্তর না পাওয়ায় আজ বাধ্য হয়ে শিক্ষার্থীরা এক দফা ভিসি’র পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা জানান, আজকের মধ্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টি নজরুল ইসলাম মজুমদার ভিসির পদত্যাগের ব্যাপারে কথা না বললে, অনির্দিষ্টকালের জন্য ছাত্র আন্দোলন অব্যাহত থাকবে এবং জেলা প্রশাসক ও সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে এ বিষয়ে স্মারক লিপি দেওয়া হবে বলেও জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়টির এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষার্থী শওকও জামান জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যোক্তিক এবং শিক্ষার্থীদের এ আন্দোনের সাথে তারাও একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের পাশে আছেন এবং এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।’