শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার তিতাসে দুই জায়ের ঝগড়া থামাতে গিয়ে শ্বশুর আব্দুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টায় উপজেলার মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। এ ঘটনায় ৪জনকে আসামি করে তিতাস থানায় এজাহার দায়ের করেছে নিহতের মেয়ে শেফালী আলম। ওই ঘটনায় বড় ছেলের স্ত্রী লাভলি আক্তার, দুই মেয়ে মহিমা ও ফাতেমা আক্তারকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর বাড়ির উঠান পরিস্কার করা নিয়ে নিহত আব্দুল হাকিমের দুই ছেলের বউয়ের ঝগড়া লাগে। ওই ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আব্দুল হাকিম। তাকে দ্রুত তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ছেলের স্ত্রী সীমা আক্তার বলেন, আমার বড় জায়ের সাথে বিকালে উঠান পরিস্কার করা নিয়ে ঝগড়া হয়, পড়ে আবার রাতে আমার বড় জা লাভলী আক্তার ও তার দুই মেয়ে এসে আমাকে এবং আমার মেয়েকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। আমার শ্বশুর দেখে তাদের থামাতে গিয়ে পড়ে যায়, এরপর কি হয়েছে আমি জানিনা।
নিহতের বড় মেয়ে শেফালী আলম বলেন, বাড়ির উঠান পরিস্কার করা নিয়ে বড় ভাইয়ের স্ত্রী মেয়েরা ছোট ভাইয়ের স্ত্রী মেয়েকে মারতেছে। এ ঝগড়া থামাতে গিয়েই বাবা মারা যায়।
এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি নাজমুল হক জানান, পারিবারিক কোলাহলে শ্বশুর হত্যার ঘটনায় নিহতের পুত্রবধূ, দুই নাতনি ও তার বেয়াইকে আসামি করে তিতাস থানায় একটি এজাহার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে