যশোর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বেনাপোলে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি 'জন্মাষ্টমী' উপলক্ষে সরকারি ছুটির কারনে সোমবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি 'জন্মাষ্টমী' উপলক্ষে সোমবার আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।দু'পারের বন্দরে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় আমদানি রপ্তানি ও বন্দরের কাজকর্ম বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুরোদমে আমদানি রপ্তানি ও বন্দরের কাজকর্ম চলবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন বলেন, জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ভাবে চলছে।