সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারকে হেলিকপ্টার যোগে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সেনাবাহিনী।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টায় সেনাবাহিনী, বিমানবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের চংড়াছড়ি সাব-ক্যাম্প এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হেলিকপ্টার যোগে এসব ত্রাণ সমগ্রী পৌছায়।
পরে উপজেলার মেরুং ইউনিয়নের সোবাহানপুর ও রসূলপুর এলাকার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় স্কোয়ার গ্রুপের হেলিকপ্টার পাইলট স্কোয়াড্রন লিডার সৈয়দ সাখাওত কামাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব ইসলাম ও সেনাবাহিনীর চংড়াছড়ি সাব-ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নাসির উপস্থিত ছিলেন।
০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক পিএসসি জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর কতৃক দুর্গম বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টার যোগে ত্রাণ সামগ্রী পৌছানোর কাজ অব্যাহত রয়েছে। আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীঘিনালায় বন্যার্তদের মাঝে হেলিকপ্টার যোগে ত্রাণ বিতরণ করতে চাইলে সেনাবাহিনী তাদের সহযোগিতা করে।’
প্রসঙ্গত, গেল কয়েকদিনের বৃষ্টি ও ভারত মিজোরামের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাইনী নদীর তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়লে সেনাবাহিনীর দীঘিনালা জোন বন্যার্ত মানুষদের উদ্বার, গরম ও শুকনা খাবারসহ অস্থায়ী চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।