মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, এপিএস মতিন খানের নিজ উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নারান্দিয়া ও কলাকান্দি ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় সাড়ে ৫'শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো শুকনো খাবার যেমন- মুড়ি, বিস্কুট, চানাচুর ও বিশুদ্ধ খাবার পানি।
এসময় তিতাস-হোমনা ও মেঘনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।