ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:৫৭
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪
আপডেট: আগস্ট ২৭, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪

বানভাসি মানুষদের পাশে 'চলো গড়ি বেলাব'

প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: আকস্মিক বন্যায় দেশের আট জেলার প্রায় ৫০ লক্ষ মানুষ পানিবন্ধী হয়ে দূর্বিষহ জীবন কাটাচ্ছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যায় প্লাবিত দেশের আট জেলা ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে আসছে জনসাধারণ, বিভিন্ন সামাজিক সংগঠন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে নরসিংদী জেলার সবচেয়ে বড় অনলাইন প্লাটফর্ম 'চলো গড়ি বেলাব" আজ বানভাসি মানুষদের মাঝে বাড়ি বাড়ি, আশ্রয়কেন্দ্র ও সেনাবাহিনীর মাধ্যমে বিপর্যস্ত মানুষদের মাঝে শুকনো খাবার, পানি, স্যালাইন, চাল, ডালসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। কুমিল্লা ও ফেনীর দুর্গম এলাকায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে কুমিল্লা সেনানিবাসে দায়িত্বরত কর্মকর্তার মাধ্যমে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

সংগঠনের একাধিক দায়িত্বশীল যুবকদের মাধ্যমে জানা যায়, তাদের আহবানে বেলাব উপজেলার বিভিন্ন এলাকায় এবং প্রবাসে বসবাসরত রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে ফান্ড সংগ্রহ করে সহস্রাধিক পরিবারের মাঝে তারা ত্রাণসামগ্রী বিতরণ করেন। ফাণ্ড গঠনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংগঠনটির এডমিন প্যানেল তাদের দেশপ্রেমের ভুয়সী প্রশংসা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram