ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৭
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪
আপডেট: আগস্ট ২৭, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪

দোয়ারাবাজারে অধ্যক্ষ অপসারণের বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অপসারণসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদিরের অপসারণসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। মঙ্গলবার শিক্ষার্থীরা লিফলেট বিতরণের প্রস্তুতি নিলে বহিরাগত কয়েকজন বখাটে ক্যাম্পাসে ঢুকে তাদের ওপর হামলে পড়ে এবং তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওইদিন দুপুরে প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করে হামলাকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

শিক্ষিকা হাসিনা মমতাজ, আল আমিন রহমান, আবুল কালাম আজাদ বলেন, অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারী আচরণ অতিষ্ঠ আমরা। গত কয়েকদিন ধরে অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অধ্যক্ষের লেলিয়ে দেওয়া বখাটেরা ছাত্রদের ওপর হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

আহত শিক্ষার্থী ইফতিখার হোসেন আবির, মাহিনুর রেজা আরিফ, আশরাফুল হক রানা বলেন, আমরা ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছি। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকলে অধ্যক্ষের ভাড়াটিয়া বখাটে তারেক ও প্রান্ত আহমেদ বাবু আমাদের উপর হামলা চালায়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জানতে চাইলে প্রতিষ্ঠান অধ্যক্ষ আব্দুল কাদির বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে আমার জানা নেই। আমি প্রতিষ্ঠানে ছিলাম না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেছেন, অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram