ঢাকা
১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:১৯
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৪
আপডেট: আগস্ট ২৮, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৪

সেনাবাহিনীর সুপার হিরো ল্যান্স কর্পোরাল কাজী সুজন

বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে মুখ লুকিয়ে নিজের হাঁটুকে সিড়ি বানিয়ে অসংখ্য নারীদের উদ্ধার করে রিতীমতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত ল্যান্স কর্পোরাল কাজী সুজন। অনেকেই কাজী সুজনকে সেনাবাহিনীর সুপার হিরো আখ্যা দিয়ে বিভিন্ন সোশ্যাল সাইটে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। মুহুর্তের মধ্যে ছবি এবং ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঠালতলী গ্রামের সন্তান। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারী কোরে কমর্রত রয়েছেন।

সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ২০ জুন ল্যান্স কর্পোরাল কাজী সুজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষ করে বাংলাদেশে এসেছেন। তিনি মিশন এরিয়াতে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম করে আন্তর্জাতিক মন্ডলে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখেছেন। ছাত্রজীবন থেকেই কাজী সুজন নিজ এলাকা গৌরনদীর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। মুমূর্ষ অসহায় রোগীদের জন্য তিনি দীর্ঘ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছেন গৌরনদী ব্লাড ডোর্নাসক্লাব (জিবিডিসি)। যা এক ঝাঁক তরুণ ও যুবকদের নিয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে।

এছাড়াও ব্লাড ডোনার্স ক্লাবের মাধ্যমে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, অসহায় রোগীকে স্বেচ্ছায় রক্তদান, অন্যকে রক্তদানে আগ্রহী করে তোলা, থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি, যৌতুক প্রথা রোধে জনসচেতনতা, গরিব অসহায়কে সাহায্য ও তাদের পাশে দাঁড়ানো, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষ রোপণ, অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সামগ্রী এবং শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন করা ও জনসচেতনতা সৃষ্টি করা, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram